স্মরণকালের ভয়াবহ সাভারে রানা প্লাজা ট্র্যাজেডির ৬ বছর পূর্ণ হলো আজ। ২০১৩ সালের এই দিনে ৯ তলা ভবন ধসে প্রাণ হারায় ১ হাজার ১৬৯ জন। আহত হয় দু’ হাজারেও বেশি শ্রমিক।
দিনটি স্মরণে সাভারে রানা প্লাজা ভবনস্থলে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন শ্রমিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। সকালে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় তারা। অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মানববন্ধন। কর্মসূচিতে অংশ নেয় স্বজনহারাদের অনেকে। এ ঘটনায় দোষীদের কঠোর সাজা দাবি করেন তারা। তারা আরো দাবি জানান, পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের।
ভবন ধসে হতাহতের ঘটনায় ১৪ টি মামলা হয়। তবে, তার অগ্রগতি নেই বললেই চলে। মামলাগুলোতে বিভিন্ন সময়ে রানা প্লাজার মালিক রানা, সাভারের জনপ্রতিনিধি, প্রকৌশলীকে জেলে যেতে হয়েছে। তবে ভবন মালিক ছাড়া বর্তমানে সবাই জামিনে।
Leave a reply