মে মাসের প্রথম সপ্তাহে এসএসসি ও সমমানের ফল

|

এসএসসি ও সমমানের ফল মে মাসের ৪, ৫ অথবা ৬ মে- এই তিনদিনের যে কোনো একদিন প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ বিষয়ে সময় চেয়েছেন। প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেই তারিখে ফল প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে শিক্ষা বোর্ড এই সময় চেয়েছে বলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন। তবে এখনো প্রধানমন্ত্রীর সম্মতি পাননি বলে জানান তিনি।

এদিকে, রবিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়েছে। ভর্তির জন্য আবেদন নেওয়া শুরু হবে ১২ মে, চলবে ২৩ মে পর্যন্ত। আগের মতো ৩০ জুনের মধ্যে ভর্তির কাজ শেষ করে ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply