ক্রাইস্টচার্চে ভয়াবহ হামলার পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট সবধরনের কন্টেন্ট প্রতিরোধ করতে একাট্টা হচ্ছে ফ্রান্স ও নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা বলেছেন আগামী ১৫ মে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়্যেল ম্যাকরনের সাথে এ বিষয়ে একটি বৈঠক করবেন।
জেসিন্ডা ও ইমানুয়েল ম্যাকরনের এই বৈঠকটি ফ্রান্সের সভাপতিত্বে প্যারিসে অনুষ্ঠিত ‘টেক ফর হিউম্যানিটি’ শীর্ষক জি-৭ এর মন্ত্রী পর্যায়ের একটি সম্মেলনে অনুষ্ঠিত হবে।
অনলাইনে সকল ধরণের সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ করার জন্য কর্মসূচী ঠিক করাই এই বৈঠকের উদ্দেশ্য বলে জানিয়েছে সূত্র। খবর বিবিসি বাংলার।
রেডিও নিউজিল্যান্ডকে দেয়া এক সাক্ষাতকারে জেসিন্ডা বলেন, ইতোমধ্যেই মার্ক জাকারবার্গ সহ যথাযথ কর্তৃপক্ষের সাথে এ ব্যাপারে কথা বলা হয়েছে।
এক বার্তায় জেসিন্ডা বলেন, গত ১৫ মার্চের সন্ত্রাসী হামলাটি সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি অদ্ভুত উপায় ব্যবহার করে সম্প্রচার করা হয়েছে। এটা খুব আশঙ্কাজনক যে ফেসবুকের মতো একটি মাধ্যম বৈশ্বিক উগ্রবাদ প্রচারের একটি অংশ হয়ে উঠেছে।
যমুনা অনলাইন/ইএ
Leave a reply