শ্রীলঙ্কার পুগোদা শহরে নতুন করে বোমা বিস্ফোরণ

|

শ্রীলঙ্কার পুগোদা শহরের ম্যাজিস্ট্র্যাট আদালত প্রাঙ্গনে নতুনভাবে বোমা বিস্ফোরণ হয়েছে। অবশ্য বৃহস্পতিবার সকালের এই হামলায় কেউ হতাহত হয়নি। এতে কোন ধরনের ক্ষয়ক্ষতি না হলেও, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

পুলিশ জানায়, রাজধানী কলম্বো থেকে ৪০ কিলোমিটার দূরে শহরটি অবস্থিত।

দেশটির পার্লামেন্ট সদস্য লক্ষণ কিরিয়েলা অভিযোগ তোলেন- শ্রীলঙ্কার গির্জা ও হোটেলে হামলার গোয়েন্দা তথ্য পেয়েও সেগুলো উদ্দেশ্যপূর্ণভাবে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর কাছ থেকে গোপন করা হয়েছে। তার দাবি, সঠিক সময়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করলে কমানো যেতো প্রাণহানি।

ভয়াবহ এই হামলায় অংশগ্রহণকারী ৯ হামলাকারীর সবার নাম-পরিচয় নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিক তদন্ত অনুসারে এনটিজে’র সক্রিয় সদস্য জাহরান হাশিম হামলার মূল হোতা। এছাড়া, ইসহাম ও ইলহাম আহমেদ ইব্রাহিম দেশটির ধণাঢ্য মশলা ব্যবসায়ীর সন্তান।

তল্লাশি-অভিযানে ৬০ জনের বেশি সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। জারি রয়েছে জরুরি অবস্থা।

এদিকে, গোয়েন্দা ব্যর্থতার দায়ে প্রতিরক্ষা সচিব ও পুলিশের আইজি’কে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট।

যমুনা অনলাইন/ইএ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply