শিক্ষা ব্যবস্থা হতে হবে আনন্দদায়ক এবং শিক্ষার্থীদের মূল্যায়ণ পদ্ধতির পরির্বতন আনতে হবে বলে, শিক্ষকদের উদ্দেশ্য আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সকালে রাজধানীর বাংলা একাডেমিতে শিক্ষক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এসময় অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি গুণগত শিক্ষার উপর জোর দেন মন্ত্রী। তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীকে একইভাবে মুল্যায়ণ করা যাবে না এবং শুধুমাত্র নম্বরভিত্তিক প্রথাগত পরীক্ষার মাধ্যম থেকে বেরিয়ে আসতে হবে।
শিক্ষক সম্মেলনে শিক্ষকদের নিয়ে গঠিত প্যানেল ডিসকাশনে শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রী অংশ নেন। সেখানে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, স্কুল ম্যানেজিং কমিটিগুলোতে আরো স্বচ্ছতার আনার উপর গুরুত্ব আরোপ করেন।
শেষে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন মন্ত্রী।
টিবিজেড/
Leave a reply