দেশের সংখ্যালঘুদের জন্য আলাদা কমিশন গঠনের দাবি জানিয়েছে হিন্দু যুব মহাজোট। সকালে প্রেসক্লাবে রংপুরের পাগলাপীরে বাড়িঘরে আগুন দেয়ার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
এসময় সারাদেশে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের নিন্দা জানান তারা। মানববন্ধনে বক্তরা বলেন , দেশে একের পর এক হামলা এবং ভাঙচুরের ঘটনা কোনভাবেই মেনে নেয়া যায় না। এর থেকে রক্ষা পেতে সরকারের সহায়তা চান তারা। মানববন্ধনে খুলনায় হিন্দু ধর্মাবলম্বী ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তিরও দাবি জানানো হয়। এসব ঘটনায় শিগগিরই সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
Leave a reply