শ্রীলঙ্কায় এখনও ধরাছোঁয়ার বাইরে অনেক সন্দেহভাজন

|

শ্রীলঙ্কায় এখনও ধরাছোঁয়ার বাইরে সন্দেহভাজন অনেক হামলাকারী।

বৃহস্পতিবার, দেশটির পুলিশ বিভাগ এ আশঙ্কা প্রকাশ করে।

পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা জানান, এখন পর্যন্ত ৭০ জন সন্দেহভাজন আটক হলেও নাগালের বাইরে অনেকে।
ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে তাদের কয়েকজনের ছবি। আটককৃতদের তালিকায় রয়েছেন দুই হামলাকারীর বাবা এবং দেশটির শীর্ষ ধনকুবের আহমেদ ইব্রাহিম। জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে বিদেশি পর্যটকদেরও।

নিরাপত্তা কঠোর করতে শ্রীলঙ্কাজুড়ে মোতায়েন করা হয়েছে ১০ হাজার সেনা সদস্য।

এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংশোধিত তথ্যে বোমা হামলায় নিহতের সংখ্যা ২৫৩ বলে জানানো হয়েছে। জরুরি অবস্থা জারি থাকায় ধাপে-ধাপে তাদের শেষকৃত্য অনুষ্ঠান হচ্ছে। তাতে যোগ দিয়ে, ঐক্যবদ্ধভাবে জাতীয় সংকট মোকাবেলার আহ্বান জানান প্রেসিডেন্ট সিরিসেনা।

যমুনা অনলাইন/ইএ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply