২০১৭ সালে সিরিয়ার রাক্কায় মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় প্রাণ গেছে ১৬শ’র বেশি বেসামরিক মানুষের।
বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও পর্যবেক্ষণ গ্রুপ এয়ার ওয়ারস।
বিবৃতিতে বলা হয়, প্রায় ২০০ স্থানে তদন্ত চালিয়ে হামলার শিকার ১ হাজার জনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছে তদন্তকারীরা।
বলা হয়, ২০১৪ সাল থেকে ইরাক ও সিরিয়ায় অন্তত ৩৪ হাজার হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট।
অ্যামনেস্টি ও এয়ার ওয়ারস জানায়, জোটের বেশির ভাগ আইএস বিরোধী অভিযানেই নির্বিচারে বিমান হামলা হয়েছে। ফলে ব্যাপক প্রাণহানি হয়েছে বেসামরিক মানুষের। এছাড়া রাক্কা শহরের প্রায় ১১ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয় বলেও জানানো হয় প্রতিবেদনে।
বেসামরিক নাগরিকের মৃত্যুর বিষয়টি অস্বীকার না করতে জোটের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।
যমুনা অনলাইন/ইএ
Leave a reply