Site icon Jamuna Television

‘নির্বাচনে লজ্জাজনক পরাজয়ের কারণেই বিএনপি সংসদে যেতে চায়না’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লজ্জাজনক পরাজয় হয়েছে বলেই বিএনপি সংসদে যেতে চায়না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে চার নারী সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, খারাপ কাজ করলে পরাজিত হতেই হবে। জনগণ ভোট দিয়েছে। তাই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির সংসদে আসা উচিত।

যারা শপথ নিয়ে সংসদে এসেছেন তাদের স্বাগত জানিয়ে হানিফ বলেন, বাকীদেরও এখন শপথ নেয়া উচিত। মির্জা ফখরুল শপথ না নিয়ে ভোটারদের প্রতি অবজ্ঞা করছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।

Exit mobile version