Site icon Jamuna Television

সংবিধান রক্ষা না হলে গণতন্ত্র স্বৈরতন্ত্রে রূপ নিবে: ড. কামাল

সরকার যেনতেন ভাবে সংবিধানের অপব্যাখা দিয়ে যাতে জনগণের অধিকার খর্ব করতে না পারে সেজন্য সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। দুপুরে মহানগর নাট্যমঞ্চে গণফোরামের বিশেষ কাউন্সিলে তিনি এ আহ্বান জানান।

ড. কামাল বলেন, জনগনের মালিকানা নিশ্চিত করতে হলে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। গণতন্ত্র নিয়ে কোন বিতর্কের অবকাশ নেই বলেও উল্লেখ করেন তিনি। বলেন, স্বাধীনতা ও সংবিধান রক্ষা করতে হলে জনগনকে সতর্ক থাকতে হবে। সংবিধান রক্ষা না হলে গণতন্ত্র স্বৈরতন্ত্রে রূপ নিবে বলেও মন্তব্য করেন গণফোরাম সভাপতি। সংবিধান ও আইনের শাসন প্রতিষ্ঠায় জনসাধারণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

Exit mobile version