সম্ভাব্য গাড়িবোমা হামলার সতর্কতা দিয়ে শ্রীলংকার মুসলমানদের ঘরে বসেই নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে দেশটির গোয়েন্দা বাহিনী।
ইস্টার সানডে প্রার্থনায় একযোগে বিস্ফোরণে ২৫৩ জন নিহত হওয়ার প্রতিশোধমূলক সহিংসতার আশঙ্কায় এমন সতর্কতা জারি করল দেশটির সরকার।
কলম্বোর মার্কিন দূতাবাস ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আরও হামলার শঙ্কার কথা জানিয়ে নাগরিকদের সতর্ক করা হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, গির্জা ও মসজিদে হামলার পর শ্রীলংকার সংখ্যালঘু মুসলমানরা পাল্টা সাম্প্রদায়িক সহিংসতার আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। বোমার ভয়ের পাশাপাশি গ্রেফতার-হয়রানি এড়াতে অনেকেই বাড়ি ছেড়ে পালাচ্ছেন।
এ পরিস্থিতিতে দেশটিতে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় সংগঠন অল সিলোন জমিয়াতুল উলামা শুক্রবার জুমার নামাজের জন্য মসজিদে না গিয়ে ঘরেই নামাজ আদায় করার পরামর্শ দিয়েছে।
ক্যাথলিক চার্চের প্রধান ম্যালকম রণজিৎও একই ধরনের আহ্বান জানিয়েছেন শ্রীলংকার খ্রিস্টানদের উদ্দেশে। পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত গির্জায় সমবেত না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
তিনি বলেন, নিরাপত্তা হচ্ছে গুরুত্বপূর্ণ।
এ হামলায় জড়িত সন্দেহে পুলিশ এখন পর্যন্ত ৭৬ জনকে আটক করেছেন। যাদের মধ্যে সিরীয় ও মিসরীয় নাগরিকসহ বিদেশিরা রয়েছেন।
যমুনা অনলাইন/ইএ
Leave a reply