সন্ত্রাস ও জঙ্গিবাদের ঝুঁকি সমসময় উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে ব্রুনাই সফরের সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ একটি মানসিক অসুস্থতা, ধর্মের খণ্ডিত ব্যাখা দিয়ে অনেকে জঙ্গিবাদে জড়াচ্ছে। সব ধর্মের মানুষই জঙ্গিবাদের সাথে জড়িত। তিনি বলেন, বাংলাদেশেও জঙ্গিবাদের ঝুঁকি রয়েছে। সন্ত্রাস-জঙ্গিবাদ রুখে দিতে গোয়েন্দা সংস্থা তৎপর। তবে এটা দমন করতে সবাই মিলে তাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ঐক্যফ্রন্টের যারা শপথ নিয়েছেন তাদের ওপর সরকারের কোন চাপ নেই। যারা তাদের যারা ভোট দিয়েছেন তাদের চাপেই তারা শপথ নিয়েছেন।
Leave a reply