লিওনেল মেসির একমাত্র গোলে টানা দ্বিতীয়বার লা লিগার শিরোপা ঘরে তুললো কাতালান জায়ান্ট বার্সেলোনা। লেভান্তেকে ১-০ গোলে হারিয়েছে তারা।
জিতলেই ৩ ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত এই সমীকরণে ন্যু ক্যাম্পে লেভান্তেকে আতিথ্য দেয়া বার্সা। শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণভাগকে চাপে ফেলে স্বাগতিকরা। প্রথমার্ধের শেষ দিকে বার্সার ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ্পে কুটিনিয়ো’র শট গোল পোস্টে লাগে। দ্বিতীয়ার্ধের শুরুতে কুটিনিয়ো’র পরিবর্তে মাঠে নামেন বার্সেলোনার প্রাণভ্রোমরা মেসি। সাফল্য আসে এল এম টেনের কল্যাণে। ৬২ মিনিটে আরতারু ভিদালের অ্যাসিস্ট থেকে গোল করেন বার্সা অধিনায়ক। লিগে এটি তার ৩৪তম গোল। ৩৫ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে ২৬তম লা লিগা শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। শেষ ১১ মৌসুমে অষ্টমবারের মতো লিগ চ্যাম্পিয়ন হলো কাতালানরা।
Leave a reply