লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের চাপায় মাদ্রাসা ছাত্র নিহত, সড়ক অবরোধ

|

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে মজুচৌধুরীর হাট সড়কে পিকআপ ভ্যানের চাপায় ইয়াছিন নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। প্রতিবাদে সড়কে গাছের গুড়ি ফেলে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় নিরাপদ সড়ক ও ইয়াছিন হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ করে তারা। রবিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার শাকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন স্থানীয় হামিদ মিয়াজী মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্র ও একই এলাকার বাবুল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে ইয়াছিন মাদ্রাসায় আসার পথে রাস্তা পারাপারের সময় উল্টোদিকে থেকে দ্রুতগ্রামী একটি পিক-আপ ভ্যান ঘটনাস্থলে এসে তাকে চাপা দেয়। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে এলে কত্যর্বরত চিকিসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার প্রতিবাদে সড়কে গাছের গুড়ি ফেলে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এ সময় নিরাপদ সড়ক ও ইয়াছিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply