কর্মসংস্থান নিশ্চিতসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ করছেন প্রতিবন্ধী গ্রাজুয়েট শিক্ষার্থীরা। রাজধানী শাহবাগে সড়কের একাংশ অবরোধ করে সকাল থেকে বিক্ষোভ করছেন তারা। বিক্ষোভকারীরা বলেন, গ্রাজুয়েশন শেষ করেও তাদের কর্মসংস্থানের কোন সুযোগ মেলে না। সমাজে নানাভাবে অবহেলার শিকার বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। শিক্ষিত হওয়ার পরেও শুধুমাত্র প্রতিবন্ধি হওয়ায় দেশ ও জাতির সেবা করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তারা। অবিলম্বে তাদের ৬ দফা দাবি পূরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। দাবি না মানা হলে সামনে আরও কঠোর কর্মসূচীর ঘোষণা দেবেন এমনটা জানান আন্দোলনকারীরা।
Leave a reply