রাজবাড়িতে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

|

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় ৫ম শ্রেণির এক ছাত্রীকে নির্যাতনের (ধর্ষণের) অভিযোগ উঠেছে। অভিযোগে অভিযুক্ত হিসেবে শফিকুল ইসলাম বেপারী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম বেপারী গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া সামছু মাস্টারের পাড়া গ্রামের মৃত হানিফ বেপারীর ছেলে।

এ ঘটনায় শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্যাতনের শিকার শিশুটির মা গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছে।

মামলার এজাহারে ওই শিশুর মা জানায়, তার মেয়ে গোয়ালন্দ উপজেলার কেকেএস শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। শনিবার সে স্কুলে দেরিতে আসায় স্কুলের শিক্ষক কারণ জিজ্ঞেসা করেন। এসময় শিশুটি জানায় এক ব্যক্তি স্কুলে আসা-যাওয়ার পথে তাকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছে এবং আজও এই কারণে দেরি হয়েছে। সে ওই ধর্ষকের ভয়ে কাউকে কিছু বলার সাহস পায়নি। বিষয়টি স্কুল কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে অবগত করে।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এজাজ শফী জানান, ঘটনা শুনে পুলিশের একটি দল ওই ধর্ষককে হাতেনাতে ধরার ফাঁদ পাতে। শনিবার বিকেল ৫টার দিকে ধর্ষক শফিকুল ইসলাম কে গ্রেপ্তার করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply