১২ টাকার ইনজেকশন ৭০০ টাকা বিক্রি, ৩০ হাজার টাকা জরিমানা

|

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় সর্দার বাসস্যান্ড এলাকায় খান ফার্মেসিকে ১২ টাকা দামের একটি ইনজেকশন ৭০০ টাকা বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী কার্যালয়।

রোববার দুপুর সাড়ে ১২ টায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম জানান, লিখিত অভিযোগের প্রেক্ষিতে রাজবাড়ী জেলার পাংশা উপজেলাধীন পাংশা বাজারের সর্দার স্ট্যান্ড এর পাশে খান ফার্মেসিকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে ফেডরিন নামক ইনজেকশন বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। জরিমানার ২৫% শতাংশ অভিযোগকারীকে প্রদান করা হবে।

এছাড়াও মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করে সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য করার দায়ে লিজা হেলথ কেয়ারকে ৫২ ধারায় ৩০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য ও মিষ্টান্ন সামগ্রী তৈরী ও সংরক্ষণের দায়ে ৪৩ ধারায় নাইম হোটেলকে ৪ হাজার এবং মুসলিম দধি ও মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply