লাউয়াছড়া উদ্যান থেকে উদ্ধার হওয়া নবজাতকের পিতা মাতার সন্ধান 

|

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে উদ্ধার হওয়া একদিনের শিশুটির পিতা মাতার সন্ধান পাওয়া গেছে। আটক করা হয়েছে পিতাকে।
পুলিশ জানায়, শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের বাগলপুরগ্রামের এক বিধবার মেয়ের সাথে প্রতিবেশি এক সিএনজি চালক দুই সন্তানের জনক অরুণ কর নানা প্রলোভন দেখিয়ে গত এক বছর ধরে ধর্ষণ করে আসছিলো। এরমধ্যে কিশোরীটি অন্তঃস্বত্তা হয়ে পড়ে। গত ২৪ এপ্রিল কিশোরী এককন্যা শিশু জন্ম দেয়। এরপর শিশুটিকে পলিথিনে করে ভোরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্যপ্রাণী বিচরণ এলাকায় ফেলে আসে অরুণ ও তার দুই সহযোগী।
পরে বনরক্ষীদের সহযোগিতায় পুলিশ শিশুটিকে উদ্ধার করে। বর্তমানে শিশুটি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে।

শ্রীমঙ্গল থানার ওসি একেএম নজরুল ইসলাম জানান, আলোচিত এই ঘটনার পর থেকে শিশুর অভিভাবকের সন্ধানে পুলিশ নানাভাবে অভিযান চালায়। শহরের বিভিন্ন পয়েন্টের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অবশেষে তাদের সনাক্ত করা সম্ভব হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply