Site icon Jamuna Television

পত্রিকা পড়ে জানতে হয় সাকিব দেশে ফিরেছে: পাপন

এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ সাকিব আল হাসানকে দলে নিয়ে ম্যাচের পর ম্যাচ বসিয়ে রাখায় বিরক্তি প্রকাশ করেছিলেন নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি জানিয়েছিলেন, সাকিবকে না খেলিয়ে বসিয়ে রাখা হলে তাকে দেশে ফেরত আনা হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির এমন হুমকিতেই হয়তো সাকিবকে এরপর দুই ম্যাচ খেলায় হায়দরাবাদ। তবে প্রত্যাশিত পারফর্ম করতে না পারায় বিশ্বকাপ খেলার জন্য সাকিবকে ছেড়ে দেয় আইপিএলের দলটি।

রোববার বিকালে দেশে ফেরেন সাকিব। অথচ বিসিবি সভাপতিই জানেন না, সাকিব দেশে ফিরেছেন।

এ ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, ‘দুঃখজনক, আর কী বলব, আজ আমি (ক্রিকেট বোর্ডে) এসেই জিজ্ঞেস করেছি। এমনকি আমি যখন স্টেডিয়ামে ঢুকি তখন তাকে (সাকিবকে) ফোন করেছিলাম। জিজ্ঞেস করলাম- কোথায় তুমি? বলল- আমি তো চলে এসেছি। ও যে দেশে এসেছে আমি জানিও না, পত্রিকায় পড়েছি। সাকিব বলল, আপনার বাসায় আসব রাতে। আমি বলেছি, এখন একটু দেখা হোক। বলল, আমি তো বেরিয়ে গেছি।’

Exit mobile version