মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ‘ফাইনাল ফোর্টি’তে উঠেছেন বাংলাদেশের জেসিয়া ইসলাম। প্রতিযোগিতার ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বের গ্রুপ সিক্সের বিজয়ী হয়েছেন জেসিয়া। ফলে সরাসরিই ফাইনাল ফোর্টিতে জায়গা করে নিয়েছেন তিনি। বিশ্বের ১২০ জন প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত এই ৪০ জন ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার ফাইনালের মঞ্চে থাকবে।
আজ রোববার সকালে ফেসবুকে নিজের সাফল্যের খবর জানিয়েছেন জেসিয়া ইসলাম লিখেছেন,‘সবাইকে ধন্যবাদ। প্রতিযোগিতার হেড টু হেড চ্যালেঞ্জ পর্বে আমি বিজয়ী হয়েছি। মিস ওয়ার্ল্ড ২০১৭ প্রতিযোগিতায় সেরা ৪০-এ নির্বাচিত হয়েছি আমি। আমার জন্য দোয়া করবেন।’ ।
কয়েকদিন আগে, চীনের শেনজেনে নতুন গড়ে ওঠা ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টার (আইবিসি) ঘুরে দেখেছেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার নির্বাচিত প্রতিযোগীরা। এছাড়াও, শিমেলং অ্যাকুয়া স্কুলে আমন্ত্রণ পান তারা। সেখানে, পশুসম্পদ উন্নয়নের মাধ্যমে মহাসাগর সংরক্ষণ প্রকল্প সম্পর্কে ধারণা দেওয়া হয় তাদের।
১৮ নভেম্বর চীনের সানাইয়া শহরে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ৬৭-তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান। আড়াই ঘণ্টার এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন টিম ভিনসেন্ট, মেগান ইয়ং ও স্টিভ ডগলাস। নতুন মিস ওয়ার্ল্ডকে মুকুট পরিয়ে দেবেন বর্তমান বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে।
এর আগে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন জান্নাতুল নাঈম এভ্রিল। কিন্তু এভ্রিলের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ উঠায় পরবর্তীতে প্রথম রানারআপ জেসিয়া ইসলামকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। এর ফলে, চীনে প্রতিযোগিতার মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পান জেসিয়া ইসলাম।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply