শপথ নেয়ার জন্য আবেদন করিনি: ফখরুল

|

সংসদ সদস্য হিসাবে শপথ নেয়ার জন্য কোন আবেদন করেননি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের সব প্রতিবাদের জায়গাগুলো সংকোচিত হওয়ায় বিএনপি নুন্যতম সুযোগ কাজে লাগাতে সংসদে গেছেন বলেও জানান মির্জা ফখরুল।

তবে তিনি শপথ নেবেন না বলে জানান বিএনপি মহাসচিব।

আজ মঙ্গলবার সকালে প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এসময় ফখরুল বলেন, শুরুতে জনগণের ক্ষোভের কারণে শপথ নেয়নি বিএনপি। তবে সময়ের প্রয়োজনে সিদ্ধান্তের পরিবর্তন হয়। তাই বিএনপি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সিদ্ধান্ত বদল করেছে।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি নিজেদের কথা বলার জন্য সংসদে গেছেন। গণতন্ত্র ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না; আর উন্নয়ন হলেও সেই উন্নয়ন কখনোই টেকসই হয়না।

তিনি বলেন, সুচিন্তিতভাবে পঞ্চদশ সংশোধনী করা হয়েছে একদলীয় শাসন বাস্তবায়নের জন্যই। আজ দেশের সব প্রতিষ্ঠানই সরকারে নিয়ন্ত্রণে। গণতান্ত্রিক প্রতিবাদ জায়গাগুলো সংকোচিত করে ফেলা হয়েছে। তাই ক্ষুদ্র পরিসরে যতটুকু জায়গা আছে সেটাকে কাজে লাগেতেই বিএনপি শপথ নিয়েছে।

সরকারের সাথে কোনো ধরনের সমঝোতার বিষয়টি উড়িয়ে দেন ফখরুল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply