পুরান ঢাকাকে অগ্নিঝুঁকি থেকে রক্ষায় নির্মাণ হবে অস্থায়ী ভিত্তিতে রাসায়নিক দ্রব্য সংরক্ষণ গুদাম। রাজধানীর কদমতলী শ্যামপুরে ৫৪টি গুদাম নির্মাণে ব্যয় দাঁড়াবে ৭৯ কোটি টাকা।
২০২০ সালের জুনের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করতে চায় কেমিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক সভায়, এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, দশ হাজার ১১৫ কোটি টাকার সাত প্রকল্প অনুমোদন পেয়েছে। একনেক সভায় যথাসময়ে প্রকল্প শেষ করার অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে সরবরাহ করার জন্য পাইপ লাইন নির্মাণ কাজের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি করা হয়। আমদানিকৃত এই গ্যাস সরবরাহের জন্য ১৮১ কিলোমিটার সমান্তরাল পাইপলাইন স্থাপন করা হবে। তবে প্রকল্পের কাজে বিলম্বের কারণে গেল সাড়ে তিন বছরেও কাঙ্খিত গতি আসেনি।
Leave a reply