সেই মেসি ম্যাজিকেই ঝলসে গেল লিভারপুল। লিওনেল মেসির জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে লিভারপুলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। বড় এই জয়ে ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেল কাতালান জায়ান্টরা।
বুধবার ন্যু ক্যাম্পে শুরু থেকেই আক্রমন-পাল্টা আক্রমনে ম্যাচ জমিয়ে তোলে দু’দল। সময় গড়ানোর সাথে সাথে ধার বাড়তে থাকে সফরকারী লিভারপুলের। তবে জর্দি আলাবার অ্যাসিস্ট থেকে ডেড লক ভাঙ্গেন বার্সার উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ।
প্রথমার্ধে আর কোন গোল না হলে ১-০’তে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি। বার্সার হয়ে ১৫ তম বছরে পা দেয়া মেসি ৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন। আর লিভারপুলের কফিনে শেষ পেরেক ঠুকে দেন এল এম টেন।
খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগে সুয়ারেজের ভলি পোস্টে লেগে সোজাসুজি মেসির পায়ে এসে পড়ে। রিবাউন্ড থেকে গোল করতে দেরি করেননি আর্জেন্তিনীয় তারকা। ৮২ মিনিটে দুর্দান্ত কার্ভিং ফ্রি কিক থেকে ম্যাচের তৃতীয় এবং দলের হয়ে নিজের ৬০০ তম গোলটিও করেন সেই লিও মেসিই।
আগামী মঙ্গলবার দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দু’দল।
Leave a reply