কাল সন্ধ্যা নাগাদ বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ফণি। আবহাওয়া অফিস জানিয়েছে উপকূলের জেলাগুলোয় কাল বিকেল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। জানানো হয়েছে, ৪ থেকে ৫ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কাও আছে।
দুপুরে আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় ঘূর্ণিঝড় ফণি এখন আরও শক্তি সঞ্চয় করে উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড়টি। মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকত এবং চট্টগ্রাম বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া কক্সবাজারে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ফণি এখন মোংলা সমুদ্রবন্দর থেকে ৯১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। সেখান থেকে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এটি। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৮০ কিলোমিটার।ঘূর্ণিঝড় ফণির সর্বশেষ অবস্থান নিয়ে বিকেলে আবারও জরুরি সংবাদ সম্মেলন করবেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক।
Leave a reply