ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকার জন্য নতুন করে আরও ৪৮০ মিলিয়ন ডলার (৪ হাজার কোটি টাকা) সহায়তা করার ঘোষণা দিয়েছে কাতার।
আজ মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, এই সহায়তার ১৮০ মিলিয়ন ডলার খরচ হবে ত্রাণ কার্যক্রম, জাতিসংঘের ত্রাণ তহবিল এবং বিদ্যুৎখাতের উন্নয়নে ব্যয় হবে। বাকি ৩০০ মিলিয়ন ডলার দেয়া হবে অনুদান এবং ঋণ হিসেবে; যা ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য ও শিক্ষা বাজেটে খরচ হবে।
হামাসের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা কাতার সম্প্রতি গাজা উপত্যকার জন্য আরও ১৫০ মিলিয়ন ডলার ত্রাণ সহায়তা দিয়েছিল। গত সপ্তাহে হামাসের সাথে ইসরায়েলের নতুন করে উত্তেজনার প্রেক্ষিতে নতুন এই সহায়তার ঘোষণা এলো।
গত কয়েকদিনে ইসরায়েল গাজার ৩৫০টি লক্ষ্যবস্তুতে আঘাত করে ব্যাপক ক্ষতি সাধন করেছে এবং এতে অন্তত ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
Leave a reply