রমজানের নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাজার মনিটরিং শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
সকালে জেলা প্রশাসনের দুটি ভ্রাম্যমাণ আদালত মোট ৪ টি বাজারে অভিযান চালায়। এসময় অতিরিক্ত দামে গরুর মাংস ও কাঁচা মরিচসহ নিত্য পণ্য বিক্রির অপরাধে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পণ্য তালিকা না থাকা ও নোংরা পরিবেশে খাবার প্রস্ততসহ বেশ কিছু কারণে ব্যবাসায়ীদের সতর্ক করা হয়।
নগরীর রিয়াজ উদ্দীন বাজার, বায়েজিদ এলাকার সিরাজ মার্কেট, জাহাঙ্গীর মার্কেট ও চৌধুরী কমপ্লেক্সে অভিযান চালানো হয়। প্রথমদিন সতর্ক করা হলেও আগামী দিনগুলোতে জেল জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন কমকর্তারা।
Leave a reply