পদ্মাসেতু রেললাইন প্রকল্প ও তাত পল্লীর প্রস্তাবিত স্থান দুদকের পরিদর্শন

|

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
পদ্মা সেতু রেললাইন প্রকল্প ও শেখ হাসিনা তাত পল্লীর প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন দুর্নীতি দমন কমিশনের একটি টিম। সরকারের কোটি কোটি টাকা লোপাটের জন্য এই দুই প্রকল্পে অবৈধ ঘর বাড়ি স্থাপনা গাছপালা লাগানোর খবরে দুদকের এই টিমটি মাদারীপুরের শিবচর ও শরীয়তপুরের জাজিরা অংশ মঙ্গলবার দুপুরে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তারা নির্মিত বিভিন্ন ঘর বাড়ি ও বাগানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শক দলে ছিলেন দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমলেশ মন্ডল, উপসহকারী পরিচালক রাজকুমার সাহা ও সৌরভ রায় প্রমূখ। প্রকল্প দুটিকে ঘিরে অসাধু চক্র শত শত স্থাপনা নির্মাণ করে। এনিয়ে যমুনা টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও দুদকের হটলাইন ১০৬ এ অভিযোগের প্রেক্ষিতে দুদকের এ পরিদর্শন বলে জানানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply