সুবীর নন্দীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

|

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে বরেন্দ্র সঙ্গীত শিল্পী সুবীর নন্দীর মরদেহ। সেখানে গুণী এ শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।

এর আগে সকাল সাতটার দিকে সিঙ্গাপুর থেকে শাহাজালাল বিমানবন্দরে পৌঁছায় সুবীর নন্দীর মরদেহবাহী বিমান। সেখান থেকে তাঁর মরদেহ ঢাকেশ্বরী মন্দিরে নেয়া হয়। তারপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয় বরেণ্য এ সঙ্গীত শিল্পীকে। এরপর শেষবারের মতো নেয়া হবে এফডিসিতে। সেখান থেকে রামকৃষ্ণ মিশন ঘুরে দুপুরে সবুজবাগে বরদেশ্বরী কালীমন্দির ও শশ্মানে হবে একুশে পদকপ্রাপ্ত সুবীর নন্দীর শেষকৃত্য। উন্নত চিকিৎসার জন্য আট দিন আগে সিঙ্গাপুর নেয়া হয় তাকে। মঙ্গলবার ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এমআইসিইউ-তে মারা যান বরেণ্য এই সঙ্গীতশিল্পী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply