তৃতীয় দিনের মতো উৎপাদন বন্ধ রেখেছে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা

|

বকেয়া মজুরি পরিশোধ ও পে কমিশন বাস্তবায়নের দাবিতে তৃতীয় দিনের মতো উৎপাদন বন্ধ রেখেছে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা।

সকাল থেকে কাজে যোগ দেননি শ্রমিকরা। তবে নিজ নিজ মিল গেটের সামনে জড়ো হয়েছেন তারা।

শ্রমিকরা জানায়, সম্প্রতি মন্ত্রণালয় থেকে দাবি পূরণের আশ্বাস দেয়া হলেও সেটির বাস্তবায়ন হয়নি। প্রতিবাদে উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত উৎপাদনে না ফেরার ঘোষণাও দিয়েছেন শ্রমিকরা।

গতকালের মতো আজও বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply