মিয়ানমারে বাংলাদেশ বিমান দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন

|

মিয়ানমারের ইয়াংগুন বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়া বাংলাদেশ বিমানের আহত ১৮ আরোহীর মধ্যে ৪ জনকে চিকিৎসার শেষে ছেড়ে দেয়া হয়েছে। বাকি ১৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ক্লিনিকে।

সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত বিমানের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে একটি টিম এরইমধ্যে মিয়ানমারে গেছে বলেও জানান তিনি।
তিনি বলেন, দুর্ঘটনা আহত বিমানের পাইলট, কেবিন ক্রু ও যাত্রীদের সবাই শঙ্কামুক্ত। দুর্ঘটনাকবলিত বিমানের ফিরতি ফ্লাইটে যে ১৭ জনের আসার কথা ছিল বিশেষ ফ্লাইটে তাদের ফিরিয়ে আনার কথা ও জানান শাকিল মেরাজ।

গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খারাপ আবহাওয়ার কারণে ইয়াংগুন বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানের ড্যাশ-৮ উড়োজাহাজটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply