বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ নির্মাণের জন্য সৌদি আরবের সহায়তা চাইলেন চীনের প্রসিডেন্ট শি জিন পিং। বুধবার সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সাথে ফোনালাপে এ সহায়তা চান শি।
চীনা প্রেসিডেন্ট বলেন, দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের জন্য এক সাথে কাজ করতে আগ্রহী বেইজিং-রিয়াদ। শুধু অবকাঠামো মূলক বা অর্থনৈতিক উন্নয়নই নয়, জাতীয় স্বার্থ এবং নিরাপত্তা নিশ্চিতের জন্যও এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, বেল্ড এন্ড রোড নির্মাণের পাশাপাশি সৌদি আরবের ভিশন ২০৩০ পূরণেও সহায়তা করতে প্রস্তুত চীন।
এদিকে সৌদি বাদশাহ বলেন, চীনের মেগা প্রকল্প সম্পন্ন হলে বিশ্ব উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
Leave a reply