কারাগারে আগুনে পুড়ে আইনজীবীর মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

|

পঞ্চগড় কারাগার অভ্যন্তরে অ্যাডঃ পলাশ কুমার রায়ের গায়ে আগুন লাগা ও পরে মৃত্যুর প্রতিবাদে ভয়েস অব লইয়ার্স, বাংলাদেশ জাতীয় হিন্দু আইনজীবী মহাজোট ও বাংলাদেশ হিন্দু আইনজীবী পরিষদ এর উদ্যোগে ঢাকা আইনজীবী সমিতির সামনে এক মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

অ্যাডঃ মাজারুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডঃ গোবিন্দ চন্দ্র প্রামানিক, অ্যাডঃ কিশোর কুমার মন্ডল, অ্যাডঃ আঃ আওলাদ হাজারী, অ্যাডঃ উজ্জ্বল কুমার মন্ডল, অ্যাডঃ সুমন কুমার রায়, অ্যাডঃ শায়লা ইয়াসমিন, রনি ঘোষ, অ্যাডঃ সালমা হাই টুনি,অ্যাডঃ রেবেকা পলিনা গোমেজ, অ্যাডঃ অজিত কুমার সরকার, অ্যাডঃ পান্না লাল রায়,অ্যাডঃ জীতেন বর্মন,অ্যাডঃ উত্তম মিস্ত্রি, অ্যাডঃ শ্রীপ্রাণনাথ,অ্যাডঃ প্রহ্লাদ সাহা, অ্যাডঃ বাহারুল ইসলাম, আনন্দ সরকার, অ্যাডঃ মোস্তাফিজুর রহমান, অ্যাডঃ প্রবোধ কুমার বৈদ্য, অ্যাডঃ ইছানুল করিম, অ্যাডঃ বিপ্লব সাহা, অ্যাডঃ গৌরাঙ্গ মন্ডল,অ্যাডঃ স্বপন কুমার সাহা, অ্যাডঃপ্রভাষ তন্ত্রী, অ্যাডঃ আঃ রশিদ, অ্যাডঃ শ্রীকৃষ্ণ ঢালী, অ্যাডঃসম্পা বণিক প্রমুখ।

মানববন্ধনে বক্তাগণ বলেন, কারাগারের শ্লোগান হলো ” রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ” কিন্তু আজ প্রমাণ হলো কারাগারও নিরাপদ নয়। বক্তাগণ প্রশ্ন উত্থাপন করেন কারা অভ্যন্তরে কারাধ্যক্ষের অনুমতি ছাড়া একটা সূচও প্রবেশ করানো যায় না সেখানে পেট্রোল এবং আগুন গেলো কিভাবে।

এসময় দেশের সকল আইনজীবীদের বৃহত্তর আন্দোলন ঘোষণা জন্য আগামী রবিবার বৈঠকের ঘোষণা দেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply