ক্যাপ্টেন শামীমসহ ৫ জন শঙ্কামুক্ত নন: মেডিকেল বোর্ড

|

মিয়ানমারের ইয়াংগুন বিমানবন্দরে দুর্ঘটনায় পড়া বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন শামীম, এয়ার হোস্টেজ ফারজানাসহ পাঁচজন এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন মেডিকেল বোর্ড। আজ এ তথ্য জানান তারা। এসময় মেডিকেল বোর্ডের চিকিৎসকরা আরো বলেন, এই মুহূর্তে তাদের স্থানান্তর সম্ভব না, বাকিরা দেশে ফিরতে পারবেন।

এর আগে, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইয়াংগুন বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি। মূলত খারাপ আবহাওয়া কারণেই বিমানটি দুর্ঘটনার শিকার হয়। এতে বিমানের পাইলটসহ ১৮ যাত্রীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

পরে বিশেষ বিমান পাঠিয়ে আহত ছাড়া বাকিদের দেশে ফিরিয়ে আনা হয়। আহতদের বিষয়ে সিদ্ধান্ত নিতে পাঠানো হয় মেডিকেল টিম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply