Site icon Jamuna Television

সন্দেহ হওয়ায় কার্গো বিমানকে অবতরণে বাধ্য করলো ভারত

সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করায় অজ্ঞাত একটি কার্গো বিমানকে গুজরাট বিমানবন্দরে নামতে বাধ্য করেছে, ভারতীয় কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে জানানো হয়, বিকাল পৌণে চারটা নাগাদ ভারতের আকাশসীমায় প্রবেশ করে বিমানটি। এসময়, কন্ট্রোল টাওয়ার থেকে যোগাযোগ করা হলেও, উত্তর পাওয়া যাচ্ছিলো না। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সম্ভবত এটি ‘জর্জিয়ান এ এন-টুয়েলভ্’ মালবাহী বিমান। যা, নয়াদিল্লি হয়ে পাকিস্তানের করাচি শহরের দিকে যাচ্ছিলো। কিন্তু, বিমানটি কোন দেশ থেকে উড়েছে- সে বিষয়টি এখনো অস্পষ্ট। ভারতীয় গোয়েন্দা বাহিনী আরও তথ্যের সন্ধানে চালাচ্ছে তদন্ত।

Exit mobile version