Site icon Jamuna Television

হোচট খেলো নেইমারবিহীন বার্সা

নেইমারবিহীন বার্সেলোনা হোচট খেলো এল ক্লাসিকোতে। সুপার কাপ ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে ক্লাবটি হেরেছে ৩-১ গোলে।

ন্যু ক্যাম্পে ম্যাচের শুরু থেকেই জমজমাট লড়াইয়ে নামে দুই দল। তবে গোলের জন্য ম্যাচের দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয় দর্শকদের। ৫০ মিনিটে পিকের আত্মঘাতী গোলে এগিয়ে যায় রিয়াল।

৭৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সাকে সমতায় ফেরান লিওনেল মেসি। মাত্র ৩ মিনিটের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে আবারো এগিয়ে যায় গ্যালাকটিকোরা।

এর দুই মিনিটের মাথায় রোনালদো দ্বিতীয়বার হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। তবে ৯০ মিনিটে মার্কো এসেনসিও’র গোলে ৩-১ এর জয় নিয়ে ফিরে যায় রিয়াল মাদ্রিদ।

আগস্টের প্রথম সপ্তাহে ব্রাজিলিয়ান তারকা নেইমার বার্সেলোনা ছাড়ার পর এই প্রথম এল ক্লাসিকো খেলতে নামে কাতালানরা।

/কিউএস

Exit mobile version