অতি গরমে দক্ষিণ এশিয়ার মানুষজন অতিষ্ঠ। ভারতের উত্তর প্রদেশেও একই অবস্থা। গত ক’দিন ধরে তাপমাত্রা ৪০ এর কাছাকাছি থাকে। গরমের তীব্রতায় প্রাণ ওষ্ঠাগত। এমন সময় উত্তর প্রদেশের এক মন্দিরে দেবতাদের জন্য এসি-ফ্যানের ব্যবস্থা করেছেন পুরোহিতরা!
দেবতাদের জন্য এসি-ফ্যানের ব্যবস্থা করার নামে ভক্তদের কাছ থেকে চাঁদা নেয়ার ঘটনাও ঘটেছে প্রদেশের কানপুর শহরে। তবে ভক্তদের অনেকের মতে, দেবতাদের নাম করে আসলে নিজেদের জন্য এসি-ফ্যানের ব্যবস্থা করেছেন পুরোহিতরা।
অন্যদিকে পুরোহিতদের দাবি, দেবতাদের এতই গরম লাগছে যে তারা মন্দিরে থাকতে পারছেন না। তাই দেবতাদের গরমের কবল থেকে বাঁচাতে এসি, এয়ারকুলার ও ফ্যান লাগানোর মাধ্যমে বিশেষ এই ব্যবস্থা করা হয়েছে। তারা বলছেন, এতে করে দেবতারা সুস্থ থাকবেন।
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর
Leave a reply