পাকিস্তানের রাডার নিয়ে অদ্ভুত বক্তব্য দেয়ায় মোদিকে নিয়ে হাস্যরস!

|

বালাকোট স্ট্রাইক নিয়ে মন্তব্য করে বিরোধীদের প্রবল সমালোচনার মুখে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্ট্রাইকের দিন আকাশ মেঘ ছিল, তাই ভেবেছিলাম সুবিধা হবে। এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এমনই মন্তব্য করেন মোদী।

মোদীর এই মন্তব্য বিরোধীদের সমালোচনার মুখে পড়েছে। টুইটারে আবার অনেকে এ নিয়ে হাস্যরসে মেতেছেন। এই মন্তব্যে মোদী ভারতীয় বায়ুসেনাকে অপমান করেছেন বলে উল্লেখ করেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্‍কারে দিতে গিয়ে মোদী বলেন, ‘যেদিন এয়ারস্ট্রাইক হওয়ার কথা ছিল সেদিন হঠাত্‍ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। বৃষ্টি শুরু হয়। অফিসাররা চিন্তায় পড়ে যান। তখন আমি তাদের বলি, মেঘলা দিনে এয়ারস্ট্রাইক করলেই আমাদেরই সুবিধা হবে। এতে আমরা পাকিস্তানের র‍্যাডার এড়িয়ে যেতে পারব।’

তিনি আরও বলেন, যে অভিযানের দিন পরিবর্তন করা হবে বলে যখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, তখনই তিন বলে দিয়েছিলেন যে ওই দিনেই হবে অভিযান।

কংগ্রেসের তরফে টুইট করে কটাক্ষ করা হয়েছে মোদীকে। মির্জা গালিবের একটি উর্দু কবিতার অপভ্রংশ তৈরি করে কংগ্রেস টুইট করেছে, ‘পাঁচ বছর ধরে খালি জুমলা দিয়ে গেলেন, ভেবেছিলেন আকাশে মেঘ থাকবে, ধরা পড়বেন না।’

কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী টুইট করে বলেছেন, নরেন্দ্র মোদী নিজেই মূর্খ। বায়ুসেনা তাঁর কাছে পরামর্শ কেন নিতে গেল সেটাই বুঝতে পারছি না। মোদীর এই বক্তব্যেই বোঝা গেল এয়ারস্ট্রাইকে পাকিস্তানের কোনও ক্ষতি হয়নি কেন।’

মোদী অবশ্য স্বীকার করেছেন যে তিনি বিজ্ঞানটা ঠিক বোঝেন না। তিনি বলেন, ‘আমি বিজ্ঞান বুঝি না। কিন্তু এখানে একটা সুবিধাও আছে। আমার মনে হল, এই মেঘ আসলে আমাদের উপকারেই আসতে পারে। আমরা পাকিস্তানের রাডার এড়াতে পারব এর জন্য। সবাই বিভ্রান্ত ছিল, আমি বললাম মেঘ আছে তাতে কি, আপনারা এটা করুন।’

মোদীর এই বক্তব্য টুইট করে বিজেপি। পরে সমালোচনার মুখে পড়ে সেই টুইট ডিলিটও করে দেয়।

বিজেপিপন্থী নয় এমন ভারতীয় সংবাদমাধ্যমেও মোদীর এই বক্তব্য নিয়ে হাস্যরসাত্মক মন্তব্য প্রকাশিত হয়েছে। টেলিগ্রাফ ইন্ডিয়া শিরোনাম করেছেন, “রাডার বিজ্ঞানকে নতুন দিশা দিলেন মোদী’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply