ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় জেলার পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় তাকে প্রত্যাহার করা হয়েছে। ফেনী থেকে প্রত্যাহার করে জাহাঙ্গীরকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।
আজ রোববার পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ মেলায় গতকাল শনিবার ফেনীর সোনাগাজী মডেল থানার দুই এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়। তারা হলেন মো. ইউসুফ ও মো. ইকবাল আহামদ।
সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকেও আগে সাময়িক বরখাস্ত করা হয়। এবার তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করার প্রতিবাদে সেখানে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।
Leave a reply