সিলেটে প্রিয়াংকা তালুকদার শান্তা (২৯) নামে এক চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ৯টায় নগরের পশ্চিম পাঠানটুলা পল্লবি ‘সি’ ব্লকের ২৫ নম্বর বাসার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রিয়াংকা তালুকদার শান্তা ওই বাসার দিবাকর চন্দ্র দেব কল্লোলের স্ত্রী। তাদের তিন বছরের এক কন্যা সন্তান রয়েছে।
এদিকে প্রিয়াংকার পরিবার ও প্রতিবেশীদের কথায় রহস্য বাড়ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য প্রিয়াংকার স্বামী ও শ্বশুর-শাশুড়িকে থানায় নিয়ে আসে পুলিশ।
নিহত প্রিয়াংকা তালুকদার সিলেট নগরের পার্ক ভিউ মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের লেকচারার ছিলেন বলে জানিয়েছেন হাসপাতালটির উপ-পরিচালক ডা. তন্ময় ভট্রাচার্য্য। তিনি বলেন, ডা. প্রিয়াংকা মারা যাওয়ার কথা শুনেছি। তবে বিস্তারিত কিছুই এখনো জানি না।
Leave a reply