Site icon Jamuna Television

উৎপল-মোবাশ্বারকে উদ্ধারে চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিক উৎপল দাস ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসানকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সকালে, রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের ফিরে আসার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া, রংপুরের গঙ্গাচড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে আগুনের ঘটনায় শিগগিরই অপরাধীদের খুঁজে বের করা হবে বলে আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, এর পেছনের উস্কানিদাতাদেরও খুঁজে বের করা হবে। অভিযুক্ত টিটু রায়ের মোবাইল থেকে ক্লু খোঁজার চেষ্টা চলছে বলে জানান আসাদুজ্জামান খাঁন।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version