মার্কিন পণ্য আমদানিতে ছয় হাজার কোটি ডলারের শুল্ক আরোপ করলো চীন

|

মার্কিন পণ্য আমদানিতে ছয় হাজার কোটি ডলারের শুল্ক আরোপ করলো চীন। ১ জুন থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত। ঘোষণা আসার পরই ব্যাপক দরপতন হয়েছে মার্কিন শেয়ারবাজারে।

বেইজিং জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পাঁচ হাজারের বেশি রফতানি পণ্যে যোগ হবে এ শুল্ক। এসব পণ্যের মধ্যে রয়েছে গরু-শূকর ও ভেড়ার মাংস, সবজি, ফলের রস, রান্নার তেল, চা-কফি ইত্যাদি। নতুন হার অনুযায়ী পণ্যভেদে শুল্ক আরোপ হবে পাঁচ থেকে ২৫ শতাংশ পর্যন্ত। বহিঃশক্তির চাপে কখনোই মাথা নত করবে না বেইজিং; ওয়াশিংটনকে এ বার্তা দিতেই নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।

মেধাসত্ত্ব পাচারের অভিযোগে এবং বেইজিংয়ের ওপর চাপ প্রয়োগের কৌশল হিসেবে গেল এক বছরে, চীনা পণ্যে অন্তত চার ধাপে শুল্ক বসিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রতিবারই পাল্টা পদক্ষেপ নিয়েছে চীনও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply