যশোরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

|

যশোরে দুদল ডাকাতের মধ্যে কথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয়ে (৪২) এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে যশোর-মাগুরা মহাসড়কের নোঙরপুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিজেদের মধ্যে দ্বন্দ্বে গোলাগুলিতে নিহত হয়েছেন ওই যুবক। তার মৃতদেহ যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার এসআই মাহবুব জানান, দুদল ডাকাতের বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পান রাস্তার ওপর গাছের গুঁড়ি পড়ে আছে।

পরে ঘটনাস্থলের পাশ থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি, তিনটি হাঁসুয়া ও এক জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিউল্লাহ সবুজ জানান, ভোরে কোতোয়ালি থানাপুলিশ গুলিবিদ্ধ একটি মরদেহ নিয়ে আসে হাসপাতালে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply