কেরানীগঞ্জে অস্থায়ী আদালতে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে মেরে ফেলার জন্য এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
রিজভী বলেন, খালেদা জিয়াকে কেরানীগঞ্জ জেলে নেয়া মানে প্রতিহিংসা ও ডার্টি গেমের অংশ। আদালতের বিচার করার স্বাধীনতা আজ কারাগারে বন্দি বলেও মন্তব্য করেন তিনি। এসময় তিনি সরকারকে হুঁশিয়ারি করে আগুন নিয়ে খেলতে বারণ করেন।
গণতন্ত্রের জন্যই খালেদা জিয়ার জীবন আজ বিপন্ন বলে জানান রিজভী আহমেদ। সরকারের লুটপাট ও কৃষিবিরোধী নীতির কারণেই ধানের দাম কম পাচ্ছে কৃষকরা। মধ্যরাতের সরকার বলে কোন কিছু তোয়াক্কা করছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
Leave a reply