কমিটিতে যারা পদ পেয়েছেন তারাই গতকাল হামলা চালিয়েছে বলে দাবি করেছেন, ছাত্রলীগের পদবঞ্চিতরা। কমিটি ভেঙে নতুন করে পুর্ণাঙ্গ কমিটির দাবিও জানান তারা।
দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এসব দাবি জানান, ছাত্রলীগের পদ না পাওয়া নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রলীগের পদবঞ্চিত নেতা সাইফ বাবু।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলা হয়, অধিক তদন্তের মাধ্যমে একটি অর্থবহ কমিটি করতে হবে। গতকাল যারা হামলা চালিয়েছে তাদের বিচারের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
এসময় পদবঞ্চিত সাবেক ছাত্রলীগ নেতা সাইফ বাবু বলেন, যারা ছাত্রলীগে সক্রিয় তারা পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পায়নি। এর আগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিতরা।
Leave a reply