Site icon Jamuna Television

তিউনিসিয়ায় নৌকাডুবিতে মাদারীপুরের নিহত ও নিখোঁজ ৬ জনের বাড়িতে মাতম

স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে:

লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ায় সাগরে নৌকাডুবির ঘটনায় নিহত সজিবের গ্রামের বাড়ি মাদারীপুরে চলছে মাতম। এছাড়া নিখোঁজ মাদারীপুর, শিবচর ও রাজৈরের আরো ৫ যুবকের পরিবারেও চলছে কান্নার রোল।

স্বজনরা জানায়, বছর খানেক আগে অবৈধপথে লিবিয়া যায় মাদারীপুরের কয়েক যুবক। এরপর অবৈধভাবে সমুদ্র পথে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার সময় সোমবার রাতে তিউনিসিয়ায় সাগরে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে অনেক বাংলাদেশি নিহত ও নিখোঁজ হয়। এর মধ্যে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের উত্তর শিরখাড়া এলাকায় আজিজ শিকদারের ছেলে সজিব হোসেন (২০) মারা যান। নিখোঁজ থাকেন সদরের বল্লভদী এলাকার আদেল উদ্দিন মাতুব্বরের ছেলে মনির হোসেন মাতুব্বর (২১) ও শ্রীনদী এলাকার জোবায়ের মাতুব্বরের ছেলে নাদিম মাতুব্বর (১৬)। ভূমধ্যসাগরে নৌকাডুবিতে তারা নিখোঁজ রয়েছেন। এছাড়াও একই ঘটনায় সদর উপজেলার মঠেরবাজার এলাকার মজিবুর রহমানের ছেলে সাইফুর ইসলাম (২৩) নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ আছেন মাদারীপুরের শিবচওে দত্তপাড়া ইউনিয়নের ৮নং চর গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে জাকির হোসেন (২৮) । অপরজন আলম দস্তার গ্রামের জাফর সিকদারের ছেলে নাইম সিকদার(১৯)। তাদের পরিবারে চলছে কান্নার রোল। দ্রুত নিহতের লাশ দেশে আনার পাশাপাশি নিখোঁজদের ফিরে পেতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনরা। এছাড়া দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সজিবের বোন মিম আক্তার বলেন, ‘আমারে আফা কইয়া আর কে বোলাবো। আমার ভাইরে এক বছর রাইখা কেন বৃহস্পতিবার পাঠাইলি। আমি এহন কেমনে ভাইরে ভুইলা থাকমুরে। কোথায় গেলি সজিবরে।

রেড ক্রিসেন্ট সোসাইটি মাদারীপুর শাখার যুব প্রধান শিশির হোসেন জানান, ‘তিউনিসিয়ার উপকূলের কাছে নৌকাডুবির ঘটনায় এই পর্যন্ত মাদারীপুরের কয়েকজনের নাম জানা গেছে। এরমধ্যে সজিব নামে একজনের নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আমরা নিহত ও নিখোঁজদের বাড়িতে গিয়ে তথ্য নিয়েছি।’

Exit mobile version