আগামী নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি: সিইসি

|

আগের প্রতিটি নির্বাচনে সেনা মোতায়েন হয়েছে, তবে আগামী সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আজ সাংবাদিকদের একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

বুধবার দুপুরে, নির্বাচন কমিশন ভবনে একথা বলেন তিনি। জানান, সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নিতে আরো সময় লাগবে। পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না বলেও নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার।

তিনি বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হবে। এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। নুরুল হুদা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপের পর কমিশনের প্রতি যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে সর্বাত্মক চেষ্টা করা হবে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply