Site icon Jamuna Television

কুয়াকাটায় কিশোরী ধর্ষণের অভিযোগ, ধর্ষক আটক

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি:

পটুয়াখালীর কুয়াকাটায় এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় স্থানীয়রা এক সন্তানের জনককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে মহিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

মহিপুর থানা পুলিশ জানায়, কুয়াকাটার মম্বিপাড়া গ্রামে সোমবার গভীর রাতে কিশোরীকে (১৬) একা পেয়ে একই এলাকার এক সন্তানের জনক সোহেল গাজী (২৫) ধর্ষণ করে বলে অভিযোগ স্থানীয়দের। এ ঘটনায় ওই রাতে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ রাতেই কিশোরীকে উদ্ধার করে অভিযুক্ত ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানায়, রোববার রাতে ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রথম দফায় স্থানীয় ইউপি সদস্য দুলাল সিকদার’র কাছে অভিযোগ দেয় কিশোরী। এতে ক্ষুব্ধ হয়ে একদিন পরে ধর্ষক সোহেল গাজী পুনরায় ওই কিশোরীকে ধর্ষণ করতে যায়।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল ইসলাম বলেন, আটককৃত সোহেল গাজী কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version