Site icon Jamuna Television

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জের ছাতকে চাঁদাবাজিকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে শ্রমিক লীগের এক কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের ওসিসহ অন্তত ৩০ জন।

মঙ্গলবার রাতে পৌর শহরের বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সুরমা নদীতে পাথর-বালু বোঝাই নৌকা থেকে চাঁদা তোলা নিয়ে পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম চৌধুরীর সাথে বিরোধ তারই ছোট ভাই, একই দলের নেতা শামীম আহমেদ চৌধুরীর। এরই জের ধরে মঙ্গলবার রাতে সংঘর্ষে জড়ায় দু’পক্ষের সমর্থকরা।

এসময় গুলিবিদ্ধ হন শ্রমিক লীগ কর্মী সাহাব উদ্দিন। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২৮ জনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Exit mobile version