Site icon Jamuna Television

ওয়াসার পানি পরীক্ষার ব্যয় নির্ধারণ করে হাইকোর্টে প্রতিবেদন জমা

উচ্চ আদালতের বারবার নির্দেশনার পর অবশেষে ঢাকার বিভিন্ন এলাকার ওয়াসার পানি পরীক্ষার ব্যয় নির্ধারণ করে প্রতিবেদন জমা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয়। সকালে বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন জমা দেয়া হয়। এ বিষয়ে শুনানি আগামীকাল।

এতে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, ওয়াসার পানির এক হাজার ৬৪টি নমুনা পরীক্ষা করতে ৭৬ লাখ টাকা প্রয়োজন। এর আগে গেলো সোমবার ঢাকার বিভিন্ন এলাকার পানি পরীক্ষার ব্যয় নির্ধারণ ও পরীক্ষার প্রতিবেদন প্রদানে দেরি করায় ওয়াসার প্রতি অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট। সম্প্রতি জুরাইনের এক ব্যক্তির ওয়াসার এমডিকে সরবত পান করানোর উদ্যোগে ওয়াসার অনিরাপদ পানির বিষয়টি আলোচনায় আসে।

Exit mobile version