বনানী হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজে সন্দেহভাজনদের ছবি

|

মঙ্গলবার রাতে রাজধানীর বনানীতে  ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ী সিদ্দিক মুন্সিকে হত্যার ঘটনাটি পরিকল্পিত বলে ধারণা করছে পুলিশ ।
প্রাথমিকভাবে, সিদ্দিক মুন্সি কারও কাছ থেকে টাকা নিয়েছেন এমন কিছু খুঁজে পায়নি পুলিশ। তার কোনো রাজনৈতিক সম্পৃক্ততাও পাওয়া যায়নি।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে চিহ্নিত করেছে পুলিশ। সিসিটিভি থেকে পাওয়া কিছু ছবি যমুনা নিউজের হাতে এসে পৌছেঁছে।

এদিকে, নিহত মুন্সির স্বজনদের দাবি, চাঁদা না দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে।

২০১৬ সালে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর কূটনৈতিকপাড়া বলে পরিচিত গুলশান, বনানী ও বারিধারায় পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়। তারপরও এমন হত্যাকাণ্ডের ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply